
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মিরপুর-১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার মানুষদের হাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন।
পথসভায় বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। আমরা সুস্থ ও সুন্দর সমাজ গড়তে এই নীতি কার্যকর করব।”
তিনি আরও বলেন, “দলীয় কোনো নেতা-কর্মী যদি অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারাবে। এমন কোনো ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না।”
অপরদিকে, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে বলে জানান সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
নির্বাচন কমিশনের সকল আইন ও নিয়মাবলী মেনে সুশৃঙ্খলভাবে এই প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।