
ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, শরীফ ওসমান বিন হাদীকে হত্যার জন্যই ফয়সালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল।
শনিবার (৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে জুমা লিখেছেন, “ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?”
তিনি আরও বলেন, “কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো, সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, এমন বলা হচ্ছে।”
জুমা মনে করিয়ে দেন, এই ধরনের প্রশ্নের উত্তর উৎসাহী অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে প্রকাশ করলে অনেক জট খুলে যেতে পারে।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদীকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর পর এই মামলা হত্যাকাণ্ডের মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে এবং বর্তমানে ডিবি পুলিশ তদন্ত চালাচ্ছে।