
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন বছরকে নতুন করে সম্পর্ক ও সমাজ গড়ে তোলার সময় হিসেবে দেখছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে মাহফুজ আলম লিখেছেন, "গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।"
তিনি আরও যোগ করেছেন, "এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা।"
পোস্টের শেষে জাস্টিস ফর শহীদ ওসমান হাদি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা।