
গোপালগঞ্জের কাশিয়ানীতে দীর্ঘদিনের শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামের এক ব্যবসায়ীকে চরম সহিংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ ডিসেম্বর) রাতের দিকে কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায়। নিহত মোখলেস মোল্লা তারাইল পূর্বপাড়া এলাকার কালা মিয়া মোল্লার ছেলে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ওই রাতের সময় মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে মোটরসাইকেলে করে স্থানীয় যুবক সাকিবকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নাজির কাজীর মোড়ে পৌঁছালে চার থেকে পাঁচ জন প্রতিপক্ষ তাকে মোটরসাইকেল থামিয়ে মারধর করতে শুরু করে।
ঘটনার সময় সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও মোখলেস মোল্লাকে প্রচণ্ডভাবে কুপিয়ে ফেলে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই কেরামত আলী মোল্লা বলেন, "সাগর কাজী, মেজবাহ, বিনাদোষে মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। আমার ভাই গরীব মানুষের পক্ষে কথা বলে বিধায় এভাবে কুপিয়ে হত্যা করে। আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।"
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, "রাতে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।"
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।" নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।