
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল এখন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে স্থানটি জনগণের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়।
এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর নিউমোনিয়া দেখা দেয় এবং সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা জটিলতর হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতেই ছিলেন।