
জুলাই-আগস্টের আন্দোলনের সময় আলোচিত মুখ ও এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত ও আর্থিক তথ্য প্রকাশ করেছেন।
হলফনামায় দেখা যায়, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি ইংরেজিতে মাস্টার্স করেছেন এবং এটি সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া, কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি।
পেশা হিসেবে হাসনাত আব্দুল্লাহ ব্যবসা করেন। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার ব্যবসা থেকে বার্ষিক আয়ের পরিমাণ ১২,৫৩,৫৩৯ টাকা। এছাড়া নগদ অর্থের হিসেবে আছে ১৩,৫০,০০০ টাকা।
তিনি এনআরবি ব্যাংকে ইলিসিয়াম একাডেমির হিসাবধারীর নামে ৩,০০,০০০ টাকা রেখেছেন এবং নিজের নামে আছে ৩,০০০ টাকা। গহনার মূল্য দেখানো হয়েছে ২৬ লাখ টাকা। ইলেকট্রনিক পণ্য রয়েছে ৬৫,০০০ টাকার, আর আসবাবপত্রের মূল্য ১,০০,০০০ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে হাসনাত আব্দুল্লাহ আয়ের পরিমাণ দেখিয়েছেন ১২,৫৩,৫৩৯ টাকা। একই রিটার্নে তার মোট সম্পদ দেখানো হয়েছে ৩১,৬৭,৬১৯ টাকা এবং আয়কর হিসেবে তিনি দিয়েছেন ১,০৫,৫৩১ টাকা।