
নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নাম চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আকরাম হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তাকে সমর্থন দিয়েছেন। দুজনই নিজ নিজ দলের মনোনয়ন পেয়েছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াত ও এনসিপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি জোট সমর্থিত প্রার্থী মামুনুল হকের প্রতি সমর্থন ও শুভকামনা প্রকাশ করেন।
এদিকে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।