
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে শারীরিক অসুস্থতার কারণে প্রতিটি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। পাশাপাশি দলটি অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ ও জোটগত সমীকরণ মিলিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেয়েছেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু), যিনি প্রয়োজনে প্রার্থী হতে পারেন।
বগুড়া-৭ আসনের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম। দিনাজপুর-৩ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। উভয়েই জানিয়েছেন, দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনায় তাদের নাম রাখা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামকে।
ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মনোনয়ন পরিবর্তন হয়েছে। ঢাকা-১২ আসন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রামে নাটকীয় পরিবর্তন ঘটেছে রাউজান (চট্টগ্রাম-৬) আসনে। এখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন গোলাম আকবর খন্দকার। এছাড়া চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনেও নতুন প্রার্থীরা চূড়ান্ত করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও মনোনয়ন পরিবর্তন হয়েছে। বগুড়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, মুন্সিগঞ্জ-২, মুন্সিগঞ্জ-৩, ঝিনাইদহ-১, নড়াইল-২, যশোর-১, যশোর-৫, যশোর-৬ এবং মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছাড়ে দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে এবং ৩০০ আসনের মনোনয়ন নিশ্চিত। তিনি বলেন, নির্বাচনের ঘনিষ্ঠ সময়ে পরিস্থিতি অনুযায়ী প্রার্থী তালিকায় পরিবর্তন স্বাভাবিক।