
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট এক ধরনের শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, নাগরিক কমিটি ও এনসিপি “জুলাই” আন্দোলনের নেতৃত্বে গঠিত হয়েছিল। এই দুই সংগঠনের সঙ্গে তার জুলাই সহযোদ্ধাদের সম্পর্ক থাকায় গত দেড় বছর ধরে তিনি তাদের পরামর্শ ও পলিসি বিষয়ক দিকনির্দেশনা মেনে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, “আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকন্সিলিয়েশন ও দায়-দরদের সমাজসহ বহু বিষয়ে আমি বক্তব্য রেখেছি। আমার জুলাই সহযোদ্ধারা বারবার এগুলো বলেছে। তবে এনসিপিকে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর চেষ্টা বিভিন্ন কারণে সম্ভব হয়নি।”
মাহফুজ আলম আরও লিখেছেন, “বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এনসিপির অংশ নই। আমাকে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে এটি সত্য নয়। ঢাকার কোনো আসনে জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার দীর্ঘমেয়াদী অবস্থান বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, “বাংলাদেশ এই মুহূর্তে একটি শীতল যুদ্ধে রয়েছে। এ পরিস্থিতিতে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকা শ্রেয়। বিকল্প তরুণ এবং জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। আমি যা বলেছি, যা নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব—রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল ক্ষেত্রে।”
মাহফুজ আলম পোস্টে শেষ করেছেন, “নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব। বিকল্প ও মধ্যপন্থি তরুণদের উত্থান অত্যন্ত নিকটে।”