
ঢাকা-৯ আসনের সংসদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঘোষণা করেছেন, তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের মনোনয়ন গ্রহণ করবেন না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ এবং দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হবার সিদ্ধান্ত নেইনি।”
তাসনিম জারা আরও বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করব। তাই আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করব।”
তিনি যোগ করেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সহযোগিতার সুযোগ থাকে। কিন্তু যেহেতু তিনি কোনো দলের সঙ্গে নেই, তাই এসব সুবিধা তার কাছে থাকবে না।
“আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তি যদি আপনাদের স্নেহ ও সমর্থন পান, তবেই আমি সেবা করার সুযোগ পাব,” বলেন তাসনিম জারা।
পোস্টের মাধ্যমে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্তও জানিয়ে বলেন:
১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন, যা আগামীকাল থেকে সংগ্রহের কাজ শুরু হবে। একদিনে এত মানুষের স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই স্বেচ্ছাসেবক বা বসার জায়গা দিয়ে সাহায্য করতে ইচ্ছুকরা এই গ্রুপে যুক্ত হোন: https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/
২. নির্বাচনী ফান্ডরেইজিংয়ের আগে যারা ডোনেশন দিয়েছেন, স্বতন্ত্র হিসেবে লড়ার কারণে যারা অর্থ ফেরত চাইবেন, তারা নিচের ফর্ম পূরণ করতে পারবেন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
ভেরিফিকেশনের পর অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংকের মাধ্যমে দেওয়া অর্থের জন্যও শীঘ্রই প্রক্রিয়া জানানো হবে।