
দেশের ইতিহাসের দুই ভিন্ন সময়ে সংঘটিত গণহত্যার নেপথ্যের শক্তির চরিত্র ও লক্ষ্য এক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের মানসিকতা ও উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই।
বুধবার ১৭ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ’৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যাতে দেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এই অপচেষ্টার পেছনে যারা রয়েছে, তারা প্রকৃতপক্ষে রাষ্ট্রের শত্রু হিসেবে কাজ করছে।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন না হলে এর সুবিধাভোগী হবে প্রতিবেশী দেশ এবং সর্বশেষ নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। এর সরাসরি ক্ষতির বোঝা গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর।
আলোচনা সভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।