
রাজধানীতে প্রাণীদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত গড়ে তোলা রুহুল ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা এই প্রাণীপ্রেমীর উদ্যোগকে গুরুত্ব দিয়ে সরাসরি খোঁজখবর নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে। এ সাক্ষাতে তার মানবিক কাজের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।
উল্লেখ্য, ঢাকার মোহাম্মদপুর এলাকায় বেজি ও কুকুর বিড়ালকে খাবার খাওয়াতে নিজের পকেট থেকে ৩২ হাজার ৮০০ টাকা ব্যয় করেন রুহুল ভাই। প্রাণীদের প্রতি এই দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।