
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, “অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন। দেশের নেত্রী ও মানুষের মধ্যে থাকা আবেগ ও শ্রদ্ধার কারণে মানুষের উপস্থিতি বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “এই কারণে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এভার কেয়ার হাসপাতালে ভিড় না করুন।”