
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অন্যান্য রোগীদের অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং তার চিকিৎসায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আপনারা আবেগ ও শ্রদ্ধার কারণে হাসপাতালে যাচ্ছেন, আমরা সেটি বুঝি। তবুও এর ফলে যাতে অন্য রোগীরা কোনো অসুবিধা না ভোগ করে, সেজন্য হাসপাতাল ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।”
রিজভী জানান, খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নানা জটিল রোগে ভুগছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী। ২৩ নভেম্বর তাকে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।