
রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। আগে থেকেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন, তবে ঘটনার পর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, “কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।”
এর আগে একই সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে ওই আগুনের ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, “বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিংয়ে ছিল—তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার আগে সাত-আটজন তরুণকে বাসটির পাশ দিয়ে হাঁটতে দেখা যায়। তাদের পরেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।