
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হবে। তবে বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।”
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও বৈঠকের সুনির্দিষ্ট বিষয় এখনো প্রকাশ্যে আসেনি, তবে স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বৈঠকটি বিশেষ “জরুরি” বিষয় নিয়ে আলাপের জন্য ডাকা হয়েছে।