
চলতি বছরের শেষ নাগাদই ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পেসকভ বলেন, “আমরা বর্তমানে পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, যা এই বছরের শেষের আগে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি এটি একটি অর্থবহ সফর হবে।”
রাশিয়া ও ভারতের মধ্যে শ্রম সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গেও তিনি বলেন, “যে সমস্ত চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে, আমরা যথাসময়ে তা ঘোষণা করব।”
ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী ডিসেম্বরে নির্ধারিত রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হচ্ছে। ওই বৈঠকে শ্রম চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যার ফলে আগামী বছরগুলোতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিকের কাজ ও বসবাসের সুযোগ তৈরি হবে।