
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি ও প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ বিষয়ে জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”
এনসিপির সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, “বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিক থেকে বগুড়া-৭ আসনটি এনসিপি থেকে ছাড় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
জোবায়ের ফেনী নিয়ে তার পরিকল্পনা ব্যক্ত করে বলেন, “ফেনীতেও নতুন নেতৃত্বের প্রয়োজন। দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গঠিত হয়েছে তরুণ নেতৃত্বের মাধ্যমে। আমি ফেনীর সন্তান হিসেবে ফেনীতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।”
এনসিপি নেতা জোবায়ের আরও জানিয়েছেন, “আগামী ১৫ নভেম্বর (শনিবার) ১০০-১৫০ জনের প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। এরপর নভেম্বরের মধ্যে আরও দুই ধাপে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে।”
শিক্ষা ও পেশাগত যোগ্যতার বিষয়ে জানা গেছে, জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়া তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।
জোবায়েরের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করছেন। এছাড়া ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পর্যটন খাতে উন্নয়নের স্বীকৃতিস্বরূপ ২০২৩-২৪ সালে তিনি বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত।
জোবায়েরের বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আকতার উভয়েই শিক্ষকতা পেশায় যুক্ত।
প্রসঙ্গত, এনসিপি ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এবং আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম চলবে।