
নীলফামারীতে বাসের ধাক্কায় রাশেদ পারভেজ (২৪) নামে এক ইপিজেড শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে সদরের টেক্সটাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ পারভেজ নীলফামারী সদরের কলেজপাড়ার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানি প্যাকেজিং শাখার শ্রমিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রাশেদ মোটরসাইকেল যোগে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এসময় টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি বাস দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত পরিবারের লোকজন কেউ অভিযোগ করেনি।