
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। অভিযোগে নাম আসা সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম এসব দাবি সরাসরি নাকচ করেছেন।
সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা জানান, ২০২২ নারী বিশ্বকাপ চলাকালে মনজুরুল ইসলাম তার প্রতি অশোভন আচরণ করেছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “উনি (মনজুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।”
তিনি আরও অভিযোগ করেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”
এই অভিযোগের প্রতিক্রিয়ায় বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল ইসলাম সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”
জাহানারার বক্তব্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাবেক জাতীয় নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিবি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।”
এই ঘটনাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। এখন নজর রয়েছে বিসিবির তদন্ত কমিটি কী পদক্ষেপ নেয় সেই দিকে।