
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির আয়োজিত সমাবেশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শোভাযাত্রার আগে এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন।
সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। ওই দিনকে তারা দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ক্ষমতায় উত্থানের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে থাকে।