প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন,মার্কা নয়: হাসনাত আব্দুল্লাহ


প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন,মার্কা নয়: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এমপি নির্বাচনে মার্কা দেখে নয়, যোগ্যতা ও সততার ভিত্তিতে প্রার্থী বাছাই করা উচিত। তিনি সতর্ক করেছেন, যদি শুধু মার্কা আর নাম দেখে ভোট দেন, তাহলে পাঁচ বছর কষ্টে কাটাবেন।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকায় এক উঠান বৈঠকে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসব, তা দিয়ে ভোট কিনব এবং পরে উশুল করে নেব তা আমরা পারব না। অনেকে কোটি কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, সেবার জন্য নয়।

তিনি আরও বলেন, ভোট একটা আমানত। আমানতের খেয়ানত করা কেয়ামতের আলামত। আমরা চাই আপনারা আমানত রক্ষার দায়িত্ব আমাদের দেন, নির্বাচনের পরে সেবার মাধ্যমে আপনারা তা ফেরত নিতে পারেন। একদিন টাকা দিয়ে ৫ বছরের জন্য আপনার মুখ বন্ধ হওয়া কি আপনারা চান? মনে রাখবেন, টাকা দিয়ে ভোট কিনে আসা নেতা অযোগ্য, ৫ বছর সে চুরি করবে।

হাসনাত আরও উল্লেখ করেন, যারা এই এলাকায় বেড়ে ওঠে, এখানের স্কুলে পড়ে, এখানের বাজারে যায়, তারা এই এলাকার সমস্যা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে।

এ সময় এনসিপির কুমিল্লা জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, দেবিদ্বার উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্র সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন নেতাকর্মীদের সঙ্গে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে গণসংযোগও করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×