বাসায় এসে শপথ পড়ালেও লাভ নেই: ইশরাক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৩০ এম, ২১ মে ২০২৫

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, "আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই।"
বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
একই পোস্টে তিনি আরও দাবি করেন:
১. অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২. আদালতের যে সিদ্ধান্ত আসবে, সেটি আইনানুগভাবে বাস্তবায়ন করতে হবে — তা যেকোনো পক্ষেই যাক।
এর আগে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরতরা বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ঢাকাবাসীর পক্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, "আমরা কাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ঢাকায় কঠোর কর্মসূচি নেওয়া হবে।"
এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে ঢাকার সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়নগুলো নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দেয়।
কর্মসূচির মঞ্চে উপস্থিত হয়ে স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহণ চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি এবং ৪র্থ শ্রেণির কর্মচারী সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, "বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহণ, বিদ্যুৎসহ সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।"
এদিকে, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট আগামীকাল বুধবার (২১ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশ দেবেন।