‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৫ পিএম, ০১ জুলাই ২০২৫

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেসব মহান শহীদদের মনে রাখার প্রধান ধাপ হলো এমন বাংলাদেশ গঠন করা যেখানে নতুন করে হাসিনার মতো ফ্যাসিবাদ চেপে বসতে না পারে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।
সেখানে তিনি নতুন বাংলাদেশ গঠনে ন্যাশনাল অম্বোডসম্যানের পদ তৈরি করার প্রস্তাবও দেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ৩৬ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও সন্তান আরিয়ানা কাজী নুজাইরাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম।
সভায় বক্তব্য দেন- এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান আরও বলেন, রাজনৈতিক নেতাদের মনে রাখতে হবে রাজনীতিতে দিল্লির মতো কোনো বিদেশি শক্তি যেন আর বাংলাদেশের মাথায় ছড়ি ঘুরাতে না পারে।
ঐকমত্য কমিশনে বেশকিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের আমরা ভুলতে পারিনা, এটা ভুলে গেলে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। সংবিধানের সত্তুর অনুচ্ছেদ সংশোধন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ২ মেয়াদ বা ১০ বছরের বেশি না করার ঐকমত্যকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষে আবার যেন কেউ রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগও না পায় সেটা খেয়াল রাখার জন্য তিনি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্যে দেন- এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার।