মৌলিক সংস্কার সম্পন্ন করেই নির্বাচনে যেতে হবে: ইসলামী আন্দোলন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:১৩ পিএম, ০৭ মে ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করেই নির্বাচনে যেতে হবে। কারণ, অতীতে কিছু ভালো নির্বাচন হলেও ক্ষমতায় আসা সরকার জনগণের কল্যাণে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করেনি।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গাজী আতাউর রহমান এ কথা বলেন।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, অতীতে রাজনৈতিক সরকারগুলো হতাশ করেছে। অনেকবার অনেক সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু কেউই জনগণের কল্যাণে সেভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করেনি। এ জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার অবশ্যই শেষ করতে হবে।
নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে নির্বাচনের জন্য প্রস্তুত, সেই প্রশ্ন রেখেছেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘তারা কিসের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুত? যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছেই, তাহলে কোন বিধানের আলোকে, কোন পদ্ধতির আলোকে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে?’
অতীতে ভালো নির্বাচন হলেও ভালো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘অতীতে খারাপ নির্বাচন যেমন হয়েছে, কিছু কিছু ভালো নির্বাচনও হয়েছে। কিন্তু ভালো নির্বাচনের পরেও আমরা ভালো দেশ পাইনি। সুশাসন পাইনি, দুর্নীতিমুক্ত প্রশাসন পাইনি। আমরা দেখেছি, নির্বাচিত সরকারও স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।