অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: ফারুক


MARCH NAEEM 2ND/faruk-file-pic-20250504145746.jpg

সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমাদের দাবি সারা দেশের জনগণের দাবি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, দেশের পরিস্থিতি কি? দেশের অবস্থা কি? যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলা তখনই একদল আছে তারা বলে বিএনপি শুধু নির্বাচনের নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল।

তিনি বলেন, যারা খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলে তাদেরকে বলি তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মত করে ক্ষমতায় আসতে চান না। ২০১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সরকার গঠন করেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সেরকম করে বিএনপি সরকার গঠন করতে চায় না।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দেবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।

ড. মুহাম্মদ ইউনূস এর উদ্দেশ্য তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চাই। তাই নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে। আমরা হাসিনার মতো ফ্যাসিবাদ হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। আমরা দেশকে ভালবাসি দেশের জনগণকে ভালোবাসি। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদারসহ প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×