ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে প্রিন্স


MARCH NAEEM 2ND/prince cpb.jpg

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে মস্কোর পথে রওনা হয়েছেন তিনি। তার সঙ্গে আছেন সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল।

সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল ২০২৫ রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক কমরেড লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। এ সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগদান করবেন বলে জানানো হয়েছে।

জানা গেছে, এ সম্মেলনে সিপিবি নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেবেন।
এ ছাড়া নেতারা ঐতিহাসিক রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×