খালেদা জিয়ার লন্ডন সফর, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা


Jan 2025/Khaleda Leader.jpg

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। ব্রিটিশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। এরপরও খালেদা জিয়ার সফর ঘিরে বেশ উচ্ছ্বসিত তারা।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। 
 
বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালেক জানিয়েছেন, শারীরিক অবস্থা ভাল থাকলে ছেলে তারেক রহমানের বাসায়ও যেতে পারেন বিএনপির নেত্রী।
  
এ দিকে, বেগম জিয়ার চিকিৎসা শেষে লন্ডনে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে স্থানীয় বিএনপি।
 
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, ‘আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি সমাবেশ করব।’
  
লন্ডনে চিকিৎসা শেষে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের কথা রয়েছে বেগম জিয়ার।
 
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতি করেন বিএনপির চেয়ারপারসন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×