
দীর্ঘদিন পর উত্তরবঙ্গের রাজনীতিতে সরব উপস্থিতি জানাতে আজ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। সফরসূচির অংশ হিসেবে রাজশাহী থেকে বগুড়ার পথে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে নিজ জেলা বগুড়ায় রাত্রিযাপন করবেন তিনি।
এই সফরকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মহানগরের মাদ্রাসা মাঠে বিশাল সমাবেশের জন্য মঞ্চ নির্মাণসহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় ২২ বছর পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
সফর ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন দলের স্থানীয় নেতারা। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশ থেকে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম রাজশাহীতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির হাল ধরা তারেক রহমান।