
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “বিষয়টা হচ্ছে, আমাদের ত্রুটির কারণে আগে বহু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। বহু বছর আগে হাতে লেখা পাসপোর্ট ইস্যু হয়েছিল, যার সঙ্গে দুর্নীতির অভিযোগও জড়িত ছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের পাসপোর্ট নবায়ন করতে। আমাদের শেষ সিদ্ধান্ত হলো, ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে।”
তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন, “পাসপোর্ট মানে এই নয় যে সে দেশের নাগরিক। বিশ্বের বহু দেশই অন্য দেশের নাগরিককে পাসপোর্ট দেয়—যদি এর পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে।”
একই সঙ্গে তিনি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর একটি প্রতিবেদন প্রসঙ্গে বলেন, “নিবন্ধে বলা হয়েছে, একটি অডিও ফাঁস হয়েছে যেখানে মার্কিন কূটনীতিকের বক্তব্য আছে—যদি কোনো দল ক্ষমতায় আসে এবং নির্দিষ্ট আইন প্রণয়ন করে, আমরা নির্দিষ্ট কর আরোপ করব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমরা জানি না কে জিতবে এবং কী হবে। আন্দাজ করে লাভ নেই। নির্বাচনের ফলাফল পরে দেখা হবে, তারপর নতুন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এগোবে।”