
বাংলাদেশের রাজনীতিতে নতুন এক যোগাযোগধারার সূচনা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ রূপরেখা, রাজনৈতিক অঙ্গীকার এবং উন্নয়নভাবনা তুলে ধরবেন।
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এই পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রচলিত রাজনৈতিক মঞ্চের বাইরে এসে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলার এই উদ্যোগকে নতুন যুগের সঙ্গে সংযোগ তৈরির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। তরুণ প্রজন্মের ভাষা ও ভাবনার সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতেই পডকাস্টের মাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছাতে চান বিএনপি চেয়ারম্যান।
এই পডকাস্টে থাকছে না কোনো উপস্থাপক। নিজ কণ্ঠে তিনি ব্যাখ্যা করবেন তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা, রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। নতুন এই মাধ্যমে তিনি সরাসরি নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করে তার ভাবনা তুলে ধরবেন।
‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে তারেক রহমান আগামীর বাংলাদেশের একটি নতুন রোডম্যাপ উন্মোচন করবেন। শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনরুদ্ধার এবং পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরতে তিনি বেছে নিয়েছেন ডিজিটাল মাধ্যম।
প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এই পডকাস্টে উপস্থাপিত হবে তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশের সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।