
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান জানিয়ে আবারও উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ বার্তা জানান।
পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “আরেকবার চেষ্টা করে দেখি। নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ' ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।”
মাহফুজ আলম পোস্টে উল্লেখ করেন, “আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।”
তিনি আগ্রহী নাগরিকদের মতামত এবং প্রশ্ন ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে একটি ই-মেইল ঠিকানাও শেয়ার করেছেন। পোস্টের সমাপ্তিতে মাহফুজ আলম লিখেছেন, “We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment.”