
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদার করতে আজ রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সভার মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করা। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দফতর, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মনির হোসেন শনিবার ১০ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের উদ্দেশ্যে ১১ জানুয়ারি সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ নম্বর ৫২০-এ এই সভা অনুষ্ঠিত হবে। স্থান হিসেবে নির্ধারিত হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন ভবন।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।