
আইপিএলকে ঘিরে সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাঁর ভাষায়, দুই দেশের মধ্যে চলমান ব্যবসায়িক কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্য নীতিতে বিশ্বাসী এবং বিশ্বের সব দেশের সঙ্গে উন্মুক্ত বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যতক্ষণ দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবস্থা বাধাগ্রস্ত না হচ্ছে, ততক্ষণ কোনো নির্দিষ্ট দেশের ক্ষেত্রে আলাদা করে ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেওয়া হয় না। সামগ্রিকভাবে সরকারের অবস্থান উদার বাণিজ্যের পক্ষেই।
তিনি আরও জানান, ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং সেগুলোর কোনো প্রভাব পড়েছে কি না, তা সরকার পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাপ্রবাহ সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে না। তবে তিনি উল্লেখ করেন, ভারত গত মে মাসে বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার ফলে রপ্তানির পরিমাণ কমেছে। এরপরও বাংলাদেশ এ বিষয়ে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদা স্বাভাবিক রাখার জন্য। অন্য কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নীতিনির্ধারণ সব সময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিস্থিতিকে কেন্দ্র করেই করা হয় এবং অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্য কখনোই এতে থাকে না।