
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা ও পদায়ন করা স্থান নির্ধারণ করা হয়েছে।
বদলি হওয়া উপপরিচালকরা হলেন: মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
সহকারী পরিচালকরা হলেন: প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক, শিবলী আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো. নুর আলম, নীল কমল পাল ও মুবাশ্বিরা আতিয়া তমা।
এছাড়া উপসহকারী পরিচালকরা মো. আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলামও নতুন পদে বদলি হয়েছেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন পদে কর্মভার গ্রহণ করতে হবে।