
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, এই আইনশৃঙ্খলা সমন্বয় সেল আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চালু রাখবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমন্বয় সেলের যোগাযোগ নম্বরগুলো হলো ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬। এসব নম্বরে দেশের যেকোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম কিংবা অপপ্রচারসংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে পারবেন।