
জাতীয় শোকের আবহে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল।
সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে গিয়ে ড. আব্দুল্লাহ খলিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।
এই উদ্যোগের মাধ্যমে জাতীয় শোকের সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে মালদ্বীপ।