
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্সট করাপশন (র্যাক)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান মোমেন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামায় সম্পদের বিস্তারিত বিবরণ রয়েছে। ইতিমধ্যে এটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, যদি কারো সম্পদের তথ্য সন্দেহজনক মনে হয়, তা আমাদের জানাতে। আমরা নিজেও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবো এবং প্রয়োজন হলে আমাদের অন্যান্য কার্যক্রম কমিয়ে এই কাজের ওপর মনোযোগ দেবো।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীদেরকেও এই পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ এবং তথ্য যাচাই করার আহ্বান জানাচ্ছি।”
নতুন আইন সম্পর্কিত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “আমার বক্তব্য স্পষ্ট—দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। আপোষযোগ্য না হলে তা করা যাবে না। নতুন আইনে আপোষের সুযোগ থাকলেও, আমরা আগের অবস্থানেই থাকবো এবং প্রয়োজন হলে সরকারের সঙ্গে আলোচনা করবো।”
মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদসহ র্যাকের নেতারা উপস্থিত ছিলেন।