
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলায় সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় হঠাৎ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডিকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের যুক্তরাষ্ট্রে বিচার করা হবে।
ভেনেজুয়েলায় এই অস্বাভাবিক ও নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট বা আন্তর্জাতিক বিরোধের সমাধানে কূটনৈতিক উদ্যোগ এবং সংলাপকে অগ্রাধিকার দেয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশের বিশ্বাস, শান্তি ও আলোচনা ছাড়া কোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব নয়।