
আপসহীন রাজনৈতিক নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেন শোকার্ত মানুষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে এলাকায় তৈরি হয় আবেগঘন পরিবেশ।
বুধবার ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার মানুষ অবস্থান নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে আরও মানুষ জানাজায় অংশ নিতে সেখানে পৌঁছান। অনেকের চোখেমুখে ছিল প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।
জানাজায় অংশ নিতে আসা একজন শোকাহত নেতা বলেন, “নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজা করতে ছুটে এসেছি। এই অবস্থায় বাড়িতে থাকা সম্ভব নয়। এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে চলে এসেছি।”
এর আগে মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।
জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।