
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনয়ের বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।
বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটে আসার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঢাকায় থাকা বিভিন্ন দেশের দূতাবাস, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি। এছাড়া আজ (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।