
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের অধ্যায় শেষ হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা এই জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষাবিদ পদত্যাগ করেছেন।
বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, "আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।"
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর মাস থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল।