
শোক আর নীরবতার মাঝে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তারেক রহমানের গুলশানের বাসায় রাখা হয়েছে।
বুধবার ৩১ ডিসেম্বর সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ পৌঁছায় তারেক রহমানের বাসভবনে।
বাসায় তারেক রহমানের সঙ্গে উপস্থিত আছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে জড়ো হন।
এর আগে গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতেও তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজাকে কেন্দ্র করে খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।