
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ সকাল থেকেই বেদনার সাগরে ভাসছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ রাজধানীতে পৌঁছেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার পর সাধারণ মানুষ এবং নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং জানাজার কার্যক্রম সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খোলা হয়েছে।
গেট খোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে।
জানাজায় অংশগ্রহণকারী মানুষের চোখে চোখে দেশের প্রিয় নেত্রীকে হারানোর দুঃখ স্পষ্ট। এক জন জানান, “নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজা করতে ছুটে এসেছি। এই অবস্থায় বাড়িতে থাকা সম্ভব নয়। এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে চলে এসেছি।”
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের দিকে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে।
জানাজা ও দাফন কার্যক্রমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।