
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে।
এর আগে, দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক।
শনিবার (২০ ডিসেম্বর) তিনি জানান, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সভার পর আইনশৃঙ্খলা সংক্রান্ত মূল সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভার পরে বেজমেন্টে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি সভা ২১ ডিসেম্বর, রোববার, দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনারও উপস্থিত থাকবেন।”
সভার আলোচ্যসূচিতে রয়েছে: নির্বাচন পূর্বের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ সংক্রান্ত অন্যান্য বিষয়।