
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সন্ধ্যা ২টায় নামাজে জানাজার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণকারীদের কাছে অনুরোধ, কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু সঙ্গে না আনার জন্য। এছাড়া সংসদ ভবন ও এর আশপাশে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায়। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।