
মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলতে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের কর্মসূচির কারণে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল পয়েন্টে যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলো পরিহার করে বিকল্প পথ ব্যবহারের জন্য সব ধরনের যানবাহনের চালকদের অনুরোধ করা হয়েছে।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।