
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এসব তৎপরতা আরও জোরদার করতে ফ্যাসিস্ট ও টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।”