
ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে মরক্কো সফরে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে মরক্কোর উদ্দেশে যাত্রা করেন।
সোমবার (২৪ নভেম্বর) মারাকেশে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই বৈশ্বিক পুলিশ সম্মেলন। বিশ্বের ১৯৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অধিবেশন শেষ হবে, আর আইজিপি ৩০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাহারুল আলম। সম্মেলন চলাকালে তিনি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব আলোচনায় তথ্য আদান–প্রদান, যৌথ অভিযান, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারসহ নানান বিষয়ে মতবিনিময় হবে।
ইন্টারপোলের সাধারণ অধিবেশনকে বৈশ্বিক পুলিশ সহযোগিতার সবচেয়ে বড় মঞ্চ হিসেবে অভিহিত করা হয়। এখানে সন্ত্রাস দমন, সাইবার অপরাধ, মানবপাচার, সংঘবদ্ধ ও সীমান্তপারের অপরাধ মোকাবিলা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরই এই অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো ইন্টারপোলের নীতি, কার্যপ্রণালী, বাজেট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে।