
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভুটানের সরকারপ্রধান বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে দু’পক্ষ ক্রেডেনশিয়াল হলে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।
আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নতুন মাত্রা পাবে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বাড়ানো এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিরও প্রশংসা করেন।
শেরিং তোবগে আশা প্রকাশ করেন, আগামী দিনে ঢাকা–থিম্পু সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।